আগামী ১৭ই জুন ২০২৫ “ক্লাব-৮৫ ইউকে”

প্রিয় বন্ধুরা,
আগামী ১৭ই জুন ২০২৫ “ক্লাব-৮৫ ইউকে” এর মিলন মেলা উপলক্ষে গতরাতে ইস্ট লন্ডনের এক রেস্টুরেন্টে এক সভার আয়োজন করা হয় । সভায় সর্বসম্মতিক্রমে এমদাদুর রহমান এমদাদকে আহবায়ক, আজমল হুসেনকে সদস্য সচিব এবং রুশী রহমানকে ট্রেজারার করে ২১ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়,
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-আহবায়ক সুবিন খাঁন ও পারভেজ কুরেশী, সহ-সদস্য সচিব মানিক কাদির, সদস্য- শাহিন মোস্তফা, মোঃ আব্দুর রহিম, শহিদ আহমেদ, ফয়সাল আহমেদ, কাউন্সিলর ফারুক চৌধুরী, রফিক হায়দার, সাদেকা সিদ্দিকী যুথী, নিশাত ফারজানা, উবেদ খাঁন, জাহাংগির ( Luton ), জাহেদ আহমেদ ( Ireland), টুটুল ও নুরুল খাস রিপন ( Birmingham),হারুনুর রশীদ ( Bedford), জাহাংগির চৌধুরী ( Dagenham), মোঃ শাহজাহান ও জিল্লুর রহমান ( Oldham), আব্দুল্লাহ ( Bolton), আশরাফুল বাবু ( Newcastle), এম এ ওয়াদুদ ( Coventry) কাউন্সিলর আমিনুর রহমান ( Leicester), কাউন্সিলর সৈয়দ ফিরুজ গণী ।
উল্লেখ্য আগামি সপ্তাহ থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে ইনশাআল্লাহ ।বিস্তারিত আগামী সপ্তাহে জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ ।
এসএসসি ‘৮৫ এর সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে অনুস্টানটি সফল ও স্বার্থক হয়ে উঠুক এই প্রত্যাশা আমাদের ।ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top